বিআইইউ ক্যাম্পাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
তারিখঃ ২০ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.

বিআইইউ ক্যাম্পাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
অদ্য ২০ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার সকাল ১১টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান প্রফেসর সাইয়েদ কামালুদ্দীন আবদুল্লাহ জাফরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় পেনশন কর্তৃপক্ষের প্রশাসন ও অর্থ বিভাগের সম্মানিত সদস্য এ ওয়াই এম জিয়াউদ্দিন আল মামুন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান, সাইয়্যেদ শহীদুল বারী, বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য জনাব মোঃ মিজানুর রহমান, জনাব সাইয়েদ জারীর জাফরী, রেজিস্ট্রার ড. মোঃ সোহেল আল বেরুনী, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর শের মোহাম্মাদ, ইসলামিক স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর এম মানসুরুর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর সুলতান আহমদ, আইন বিভাগের চেয়ারম্যান ড. মোঃ গোলাম রসুল, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিন্ডিকেট সদস্য, ডঃ মোঃ আব্দুল মান্নানসহ সকল বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র ছাত্রীবৃন্দ।
বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান প্রফেসর সাইয়েদ কামালুদ্দীন আবদুল্লাহ জাফরী প্রধান অতিথির বক্তব্যে বলেন যে, ভাষা মহান আল্লাহর নেয়ামত, তিনি আমাদেরকে এ নেয়ামত দান করেছেন, এ ভাষার মাধ্যমে আমারা আমাদের মনের ভাব আদান-প্রদান করি, মহান আল্লাহর গুনগান করি, সুতরাং আমাদের ভাষার যথাযথ চর্চা হওয়া দরকার।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় পেনশন কর্তৃপক্ষের প্রশাসন ও অর্থ বিভাগের সম্মানিত সদস্য এ ওয়াই এম জিয়াউদ্দিন আল মামুন বিশেষ অতিথির বক্তব্যে বলেন যে, দেশে ন্যা য় বিচার প্রতিষ্ঠিত হলে সকল অন্যা়য়, অবিচার, হানাহানি, বৈষম্য্ দুর হবে। রাষ্ট্রে ন্যায় বিচারের অভাবেই ফ্যাসিষ্ট, সৈরাচার যুগে যুগে মাথাচাড়া দিয়ে উঠেছে।
আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ সোহেল আল বেরুনী, বিশ্ববিদ্যালয়ের সিজিইডি (বাংলা) এর প্রভাষক জনাব মোহাম্মদ মাহফুজুল হক এর উপস্থাপনায় অনুষ্ঠানের সভাপতি, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর এবং ট্রেজারার কাজী আখতার হোসেন-এর পক্ষথেকে সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। – প্রেস বিজ্ঞপ্তি
(মুহাঃ রফিকুল ইসলাম)
সিনিয়র সহকারী রেজিস্ট্রার ও
ভারপ্রাপ্ত তথ্য ও জনসংযোগ কর্মকর্তা
বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা।