Admission Fair of Summer 2018 Started

IMG_20180410_141221

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে শুরু হলো বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামার সেমিস্টার অ্যাডমিশন ফেয়ার ২০১৮। বেলা ১২:০০ টায় ফিতা কেটে ফেয়ারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রতিষ্ঠাতা অধ্যাপক কামালুদ্দীন আব্দুল্লাহ জাফরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারউল্লাহ চৌধুরী। ফেয়ারে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সম্মানিত সদস্য, সাবেক বিচারপতি ও প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রউফ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. ইউসুফ আলী, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. এ.এন.এম. রফিকুর রহমান, বোর্ড অব ট্রাস্টিজের মেম্বার সেক্রেটারী ও ডিরেক্টর প্লানিং এ্যান্ড ডেভেলপমেন্ট সাইয়েদ শহিদুল বারী, রেজিস্ট্রার প্রফেসর মোঃ ইউসুফ, ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডীন ও ব্যাবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মাদ আরশেদ আলী মাতুব্বর, আইন অনুষদের ডীন প্রফেসর ড. এ.বি.এম. মাহবুবুল ইসলাম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক শের মোহাম্মদ, ডেপুটি রেজিস্ট্রার মোরশেদুর রহমান, সহকারী প্রক্টর ও তথ্য ও জনসংযোগ কর্মকর্তা নাঈম আহাম্মেদসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, ছাত্র/ছাত্রী ও অভিভাবকবৃন্দ ।

ফেয়ারের কার্যক্রম চলবে আগামী ১৭ এপ্রিল ২০১৮ প্রতিদিন সকাল ৯টা হতে সন্ধা ৭টা পর্যন্ত। সকল ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ ফেয়ার চলাকালীন সময় এ সুযোগ গ্রহন করতে পারবে।

Download BIU app from GOOGLE PLAY